ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

 বড় পর্দায় যাওয়ার প্রস্তুতিতে তৌসিফ মাহবুব

 বড় পর্দায় যাওয়ার প্রস্তুতিতে তৌসিফ মাহবুব

ছোট পর্দার পরিচিত মুখ তৌসিফ মাহবুব এবার বড় পর্দায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে নাটকে কাজ করে দর্শকদের ভালোবাসা অর্জন করা এই অভিনেতা জানিয়েছেন, সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন ধাপে ধাপে।

মিডিয়ায় তার যাত্রা শুরু হয়েছিল র‍্যাম্প মডেলিং দিয়ে। এরপর ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক। পরিচালনায় ছিলেন রাজিব এবং নাটকটি পরিবেশন করেছিল এয়ারটেল। তখন থেকেই ধারাবাহিকভাবে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন তৌসিফ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তৌসিফ বলেন,‘আমি সামনে ছবি করতে চাই। বড় কাজ করতে হলে নিজেকে আস্তে আস্তে তৈরি করতে হয়। আমি দেখলাম, বড় কাজ অনুশীলনে আনতে হলে একটি কাজের পেছনে অনেক সময় দিতে হয়। তখনই কাজগুলো অন্যরকম হয়।’

তিনি আরও জানান,‘এবার প্রতিটি নাটকের পেছনে ১৩ থেকে ১৪ দিন সময় দিয়েছি। যেখানে সাধারণত একটি নাটকে আমার এভারেজ সময় লাগে ৭ থেকে ১০ দিন।’

নিজের নাটকগুলোর বাজেট প্রসঙ্গে আত্মবিশ্বাসী কণ্ঠে তৌসিফ বলেন,‘আমি চেষ্টা করছি কাজের ধরনে পরিবর্তন আনার। প্রতিটি কাজে বেশি সময় দিচ্ছি, বিস্তারিতভাবে কাজ করছি। এ জন্য বলতে পারি—আমার নাটকের বাজেট সবচেয়ে বেশি।’

এ কথার মাধ্যমে বোঝা যায়, নাটকে মানের দিক থেকে আপস করতে নারাজ তিনি। প্রতিটি কাজকে তিনি দেখছেন দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে।

অভিনয়ে নিজের জায়গা শক্ত করে নেওয়ার পর এবার চলচ্চিত্রে অভিনয় করে বড় পরিসরে দর্শকদের সামনে আসার প্রস্তুতি নিচ্ছেন তৌসিফ মাহবুব। ধৈর্য ও পরিকল্পনার সঙ্গে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন এই অভিনেতা।

উপসংহার: ছোট পর্দায় নিজের দক্ষতা প্রমাণ করার পর তৌসিফ মাহবুব এখন বড় পর্দায় যাওয়ার স্বপ্ন দেখছেন পরিণত প্রস্তুতির মধ্য দিয়ে। তার পরিকল্পনা ও মনোভাবই বলে দিচ্ছে, অভিনয়কে তিনি শুধু ক্যারিয়ার নয়—একটি শিল্প হিসেবে দেখেন।

তৌসিফ মাহবুব,বড় পর্দায়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত